২৩/০৬/২৩ দিনটি খুবই চমৎকার একটা অনুষ্ঠানের মধ্য দিয়ে গেল। অনুষ্ঠানটির শিরোনাম ছিল “চলো ভালোবাসা ছড়াই” আর হিউম্যাইন ফার্স্ট মুভমেন্ট সংগঠন কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে ছিল না কোনো আহামরি আড়ম্বর, কোনো ছাউনি কিংবা অসাধারণ কিছু৷ ছিল খুবই সাধারণ ভাবে মিশে যাওয়ার সুযোগ কিছু অসাধারণের সাথে। সংগঠন এর শুধুমাত্র একজন ছাড়া অনুষ্ঠানে উপস্থিত অন্য কাউকে চিনতাম না। তবে যারা উপস্থিত তারা কেউ কবি, কেউ লেখক, কেউ আবৃত্তিশিল্পী এবং সংগীতশিল্পী। তবে আমি বলবো একাধারে সকলেই ছিলেন মানবতার শিল্পী।

সবার সাথে এত চমৎকার ভাবে মিশে গেলাম এক নিমিষে তা ছিল সত্যি অকল্পনীয় ব্যাপার। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার প্রতি ভালোবাসা ছড়ানোই এই অনুষ্ঠান টির মুল উদ্দ্যেশ্য। শুধুমাত্র একজন মানুষ হিসেবে যেন আরেক জন মানুষকে নির্দ্বিধায় ভালোবাসা দেওয়ার সেই মানবিক আবেদন জনে জনে পৌঁছে দেওয়ার জন্যেই সেদিনের এই আয়োজনটি ছিল।

শেষে বলতে চাই, বৃষ্টি যেমন কোনো ধর্ম বিবেচনা করে না, বাতাস যেমন কোনো বর্ণ ভেদাভেদ করে না, চাঁদ যেমন আমাদের সবাইকে সমান আলো দেয় ঠিক এই নির্ভেদ জ্ঞানটি যেন সকলের মাঝে উদিত হয় এই কামনা করছি।

“জগতের সকল প্রাণী সুখী হোক”।