শিক্ষার্থীদের মননশীল ও মানবিক হিসেবে গড়ে তোলার প্রথম সোপান বৃক্ষপ্রেম। গাছ আমাদের অনিবার্য পরম বন্ধু। তাই ৭৫ জন শিক্ষার্থীকে বিভিন্ন ফলজ ঔষধীয় গাছ প্রদানের মাধ্যমে গাছের প্রতি বন্ধুত্ব, যত্নশীল, সঠিক পরিচর্যার গুরুত্ব তুলে ধরা হয়।

গাছ নানাভাবে আমাদের উপকার করে। খাদ্য, বস্ত্র, বাসস্থান, অক্সিজেন, ওষুধ ইত্যাদি আমরা গাছ থেকে পাই। প্রাণী জগতের অস্তিত্ব রক্ষায় উদ্ভিদের বিকল্প নেই। গাছ আছে বলেই পৃথিবী আজও বসবাসের যোগ্য।

কিন্তু দিনের পর দিন গাছ কেটে পরিবেশকে হুমকির মুখে ফেলে দিচ্ছি আমরা। গৃহস্থবাড়ি নির্মাণ, কর্পোরেট ভবন তৈরি, রাস্তা নির্মাণ ইত্যাদি কাজে পরিবেশের ক্ষতি হচ্ছে। এছাড়া গাছের পাতা ছিড়ে, ডাল-পালা ভেঙে, পেরেক মেরে গাছের ওপর অত্যাচার করা হচ্ছে।

তাই আসুন গাছের প্রতি মানবিক হই, গাছ লাগাই।