#মানুষ_মানুষের_জন্য #Be_Kind_To_One_Another এই হ্যাশট্যাগে আমরা ২১ জুন থেকে শুরু করতে যাচ্ছি বছরব্যাপি সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন #BeHumaneFirst এর পঞ্চম পর্যায়ের ক্যাম্পেইন।

সারাবিশ্বব্যাপী স্তব্ধ করে দেওয়া মহামারি করোনা ভাইরাস কোভিড ১৯ এর প্রকোপকালে আমরা অমানবিকতার চিত্র যেমন দেখছি তেমনি দেখছি মানবিকতার অনেক চিত্র। এই ক্যাম্পেইনে আমরা তুলে ধরবো মানবিকতার চিত্রসমূহ যা মানুষকে অনুপ্রাণিত করে, মানবিক চেতনাকে জাগ্রত করে।

মনুষ্যত্ববোধ জাগ্রত হতে পারলেই সব ধরনের প্রতিবন্ধকতা দূর হবে। বর্তমান পরিস্থিতিতে বিশ্বের সকল দেশ একযোগে লড়ছে করোনা ভাইরাসের বিরুদ্ধে। বাংলাদেশ ও তার বাইরে নেই। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা এবং মৃত্যুর সংখ্যা। খাদ্যের অভাবে ক্ষুধার্ত শরীর নিয়ে লড়ছে মানুষ। এই সংকট থেকে উত্তরণের জন্য দিনমজুর ও শ্রমহারা মানুষদের খাদ্য-অর্থ সহায়তা দিচ্ছে বাংলাদেশ সরকার। সেই সুযোগে দেশের এই চরম সংকটেও গরিবের ত্রাণ চুরি বা লুট করছেন অনেকে। আবার অনেকেই ত্রাণ চাওয়ার জন্য মারধর কিংবা রক্তাক্ত ও করেছে।
করোনা সংকটে আমরা দেখছি চিকিৎসা সেবার অব্যবস্থাপনায় মরছে মানুষ, দেখছি করোনাক্রান্ত রক্তের স্বজনকে মৃত্যুর দিকে ঠেলে দিতে।

এসব অমানবিকতা ও সকল ধরনের অন্যায়ের বিরুদ্ধে মানুষকে মানবিক করাই এই অনলাইন ক্যাম্পেইন এর মূল উদ্দেশ্য। এবারের ক্যাম্পেইন টি চলবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত এবং মিডিয়া সহযোগী হিসেবে থাকবে Sangbad24 সংবাদমাধ্যম।

ক্যাম্পেইনে ফেইসবুক ব্যবহারকারীরা বিভিন্নভাবে অংশ নিতে পারবে

♦প্রোফাইল ফটোতে #মানুষ_মানুষের_জন্য ফ্রেম যুক্ত করে।
♦সৃজনশীল মাধ্যম মানবিকতা ও সম্প্রীতি মূলক গান, আবৃত্তি, নৃত্য, মূকাভিনয়, এবং ছবি আঁকার মাধ্যমে অংশগ্রহণ করা
♦ক্যাম্পেইনের থিমে নিজের লিখা,ছড়া,কবিতা, কলাম এবং বিশিষ্ট জনদের লেখা ও অভিজ্ঞতা শেয়ার করা।
♦#BeHumaneFirst হ্যাশট্যাগ সহ মন পছন্দের মানবিক কোন কথা লিখে সেটা হাতে নিয়ে ছবি তুলে নিজেদের ওয়াল এ শেয়ার করা।
♦ভিডিও বার্তার মাধ্যমেও এই ক্যাম্পেইন এ অংশ নেওয়া যাবে।

আশা করি প্রতিবারের মতো এবার ও সবাইকে পাশে পাবো।