পহেলা বৈশাখ বাঙালীর প্রাণের উৎসব, যেই উৎসবে মিলিত হয় প্রাণের সাথে প্রাণ আর মনের সাথে মন। সকল বিভেদ ভুলে সার্বজনীন এই উৎসব বাঙালী জাতি আড়ম্বরপূর্ণভাবে পালন করে। আর সেই উৎসবকেই আরো রঙ্গীন করে তুলতে “হিউম্যাইন ফার্স্ট মুভমেন্ট, চট্টগ্রাম” আয়োজন করে এক অভিনব ব্যতিক্রম আয়োজনের। “আমি মানুষ, আমি বাঙালী” শিরোনামে হাতে মুখে আলপনা আঁকা। এই আয়োজনটি অনুষ্ঠিত হয় চট্টগ্রামের সিআরবি চত্বরে পহেলা বৈশাখ উদযাপন প্রাঙ্গণে।

এ কর্মসূচীতে ২০০ জনের অধিক মানুষের হাতেমুখে আলপনা রাঙিয়েছে সম্প্রীতির বার্তায়। বড়দের সাথে শিশু কিশোররাও আলপনা আঁকিয়ে জানান দিয়েছে তারাই আগামীর অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশের কান্ডারি। পহেলা বৈশাখের এই রং, এই রঙ্গিন ছোঁয়া চট্টগ্রাম থেকে ছড়িয়ে পড়ুক সর্বত্র, সবার পরিচয় হোক “আমি মানুষ।

সমন্বিত কন্ঠস্বরে সবাই বলে উঠুক “তুমি কে আমি কে? আমরা সবাই মানুষ।