সকল ধরনের বৈষম্য, শ্রেণীবিভাজন ও ভেদাভেদ এর বিরুদ্ধে গিয়ে মানুষে মানুষের সম্প্রীতি ও মানবিকতার আন্দোলন হিউম্যাইন ফার্স্ট মুভমেন্ট চট্টগ্রামের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকাল ৫ টায় চট্টগ্রাম একাডেমির নুর নাহার ফয়েজ মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, সকল ধর্মের সহাবস্থানের মাধ্যমে সম্প্রীতি, উদার ও ধর্ম নিরপেক্ষ সমাজ বিনির্মাণের প্রতিজ্ঞায় অবিচল থেকে সংগঠনকে কাজ করতে হবে। মনুষ্যত্বের মূলমন্ত্র নিয়ে সকল অন্যায়-অবিচারের বিরুদ্ধে দৃঢ় সোচ্চার থাকতে হবে।

হিউম্যাইন ফার্স্ট মুভমেন্ট চট্টগ্রামের সভাপতি মিলন দত্তের সভাপতিত্বে সাধারণ সম্পাদক হামিদ উদ্দিন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বরেণ্য লেখক ও সাংবাদিক কামরুল হাসান বাদল, সংঘানন্দ মহাথেরো, সংস্কৃতিজন সজল চৌধুরী, প্রকাশক অধ্যাপক গোফরান উদ্দিন টিটু, জাপানি ভাষা প্রশিক্ষক সজল বড়ুয়া, কবি জামশেদ উদ্দিন, সংগঠক সিঞ্চন ভৌমিক, কবি শর্মিষ্ঠা চৌধুরী, কবি জয়দেব কর, শিক্ষক ও সংস্কৃতিজন উত্তম কুমার আচার্য।

সংগঠন এর পক্ষে বক্তব্য রাখেন অর্থ সম্পাদক পুলক মিত্র, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক প্রতিমা দাশ, প্রচার ও প্রকাশনা সম্পাদক শংকর দাশ, সদস্য তরুণ বিশ্বাস, সুপন বর্মন এবং সংগঠন এ যুক্ত হওয়া নবীন সদস্যরা। উপস্থিত ছিলেন সংগঠন এর উপদেষ্টা, শুভানুধ্যায়ী, কার্যকরী কমিটির সদস্যবৃন্দ, এবং নবীন সদস্যবৃন্দ।