“দেখিলাম আল্লার মসজিদ আল্লা আসিয়া রক্ষা করিলেন না, মা-কালীর মন্দির কালী আসিয়া আগলাইলেন না। মন্দিরের চূড়া ভাঙ্গিলো মসজিদের গম্বুজ টুটিল। আল্লার এবং কালীর কোনো সাড়া শব্দ পাওয়া গেল না।
আকাশ হইতে বজ্রাঘাত হইল না মুসলমানের শিরে। আবাবিলের প্রস্তর বৃষ্টি হইল না হিন্দুদের মাথার ওপরে।
এই গোলমালের মধ্যে কতকগুলি হিন্দু ছেলে আসিয়া গোঁফ দাড়ি কামানো দাঙ্গায় নিহত খায়রু মিয়াকে হিন্দু মনে করিয়া “বল হরি হরিবোল” বলিয়া শ্মশানে পুড়াইতে লইয়া গেল এবং কতকগুলি মুসলমান ছেলে গুলি খাইয়া হত দাড়িওয়ালা সদানন্দ বাবুকে মুসলমান ভাবিয়া “লা ইলাহা ইল্লাল্লাহু” পড়িতে পড়িতে কবর দিতে নিয়া গেল।
মন্দির ও মসজিদ চিড় খাইয়া উঠিল, মনে হইল যেন উহারা পরস্পরের দিকে চাহিয়া হাসিতেছে।”
– কাজী নজরুল ইসলাম